স্মৃতিকনা
শরৎকালের মেঘের ভেলায় আসছে দেবী বঙ্গে মোর,
আজ একান্তে,কালপ্রান্তে জাগছে পুলক অঙ্গে তোর্ !
দিন যাপনে,কাল স্বপনে দিচ্ছি পাড়ি অনেক দূর,
বাজছে তবু হৃদয়বীনায় বিলুপ্তপ্রায় হারানো সুর।
ভাবনা কীসের?ওই শোনা যায় দুর হতে আজ শঙ্খধ্বনি-
শিহরিত মন কাঁদছে কেবল সামনে স্মৃতির হাতছানি।
পথভোলা আজ পথিক মোরা ভাবনা বিভোর ভবিষ্যতের,
পরিচিত সেই গল্পগুলো দেয়না সঙ্গ আজকে তাদের।
সিদ্ধান্তের সন্ধিক্ষণে অপেক্ষমান কাল ভাবনা
ভরসা আজও থাকবে পাশে শ্বাশ্বত এই স্মৃতিকণা।
No comments:
Post a Comment